হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের একটি প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে সে দেশ সফরে যাচ্ছে।
আগামীকাল (৩০ নভেম্বর) সকালে চীন সফরে যাবেন তারা।
গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল মজিদ হুমায়ুন এমপি। সফরকালে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
আগামী ৪ ডিসেম্বর প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।