হাওর বার্তা ডেস্কঃ বিরোধী দলে গেলে আওয়ামী লীগ কীভাবে মিছিল, সমাবেশ করে সেটা দেখে নেয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল। অতীতেও আওয়ামী লীগ বিরোধী দলে ছিল জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতেও বিরোধী দলে যাবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে গতকাল বিকালে রাজধানীতে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনায় সোহেল একথা বলেন।
বিএনপিকে সরকার সভা সমাবেশ করতে দিচ্ছে না অভিযোগ করে সোহেল বলেন, ‘আমরাও দেখবো আগামীতে আপনারা (সরকার) কীভাবে মিছিল, মিটিং করেন।’
‘অত্যাচারী শাশুড়ি যেমন ভুলে যায় তিনিও এক সময় ছেলের বউ ছিলেন, তেমনি বর্তমান সরকারও ভুলে গেছে তারা বিরোধী দলে ছিল।’
সোহেল বলেন, ‘আমরা পল্টনে সভা সমাবেশ করতাম, মুক্তাঙ্গনে সমাবেশ করতাম, প্রেসক্লাবের সামনে কর্মসূচি করতে পারতাম। কিন্তু এখন সরকার তা বন্ধ করে দিয়েছে। এখন মিলনায়তনেও সভা করতে বাধা দিচ্ছে।’
তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে অভিযোগ করে সোহেল বলেন, ‘তারা যারাই হোক আগামী দিনে তাদের বিচার কাঠগড়ায় দাঁড় করব।’
মহানগরের উত্তর সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জুর সভাপতিত্বে আলোচনায় বিএনপি নেতা আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, কাজী আবুল বাশার, আহসান উল্লাহ হাসান, আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।