হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে জাতীয় পার্টি। জোট গঠনের পর থেকে দলে জোয়ার সৃষ্টি হয়েছে। মানুষের প্রত্যাশাও বাড়ছে দিন দিন। জোয়ার দেখে মানুষ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।
আজ বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান এসব কথা বলেন।
এর আগে সাবেক রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা সাবেক সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বাবুল।
এরশাদ বলেন, জাতীয় পার্টির আমলে দেশে কোনো নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি ছিল না, অশান্তি ছিল না মানুষের মনে। জাতীয় পার্টির শাসনামল ছিল একটি স্বর্ণযুগ। সেই যুগের কথা দেশের জনগণ আজও ভুলতে পারেনি। তাই মানুষ দলে দলে জাতীয় পার্টিতে যোগদান করছেন।
জাপায় নবাগত মাহফুজুর রহমান বাবলু বলেন, এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছি। জাতীয় পার্টির শাসনামলে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকার তার সিকিভাগও উন্নয়ন করতে পারেনি।