হাওর বার্তা ডেস্কঃ শীতের আগমনী বার্তা দিয়ে বিদায় নিয়েছে কার্তিক। পাকা ধানের শিষে ভোরের শিশিরের চাকচিক্য, মিষ্টি রোদ, স্নিগ্ধতা। যেন হেমন্তেই ঘোষণা করছে শীতের আগমনী বার্তা। আর শীতল এ ঋতুর এই আগমনকে ত্বরান্বিত করছে অতিথি পাখির আগমন। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকাসহ বেশ কিছু দিঘিতে এসেছে চখাচখিসহ নানা অতিথি পাখি। ছবিগুলো গত রোববার ক্যামেরাবন্দী করা হয়েছে চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া এলাকার কর্তার দিঘি থেকে তোলা।
সৌরভ দাশ