হাওর বার্তা ডেস্কঃ মাত্র এক দিনের ব্যবধানে রাজধানীসহ সারাদেশে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত।
বাজার পরিস্থিতিকে একেবারেই অস্বাভাবিক বলছেন বিক্রেতারা। তাদের দাবি, ভারত রপ্তানী মূল্য বাড়িয়ে বাংলাদেশের বাজার অস্থিতিশীল করেছে। পেঁয়াজের দামের উর্ধ্বমূখীতে ব্যাপক অসন্তোষ ক্রেতা পর্যায়েও, সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান তাদের।
একদিন আগেও পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা দরে। এখন তা গিয়ে ঠেকেছে ৮৫ টাকায়। ৫৮ টাকার ভারতীয় পেঁয়াজের দাম উঠেছে ৭৫ টাকা পর্যন্ত।
এ চিত্র রাজধানীর মোহাম্মদপুরের পাইকারি পেঁয়াজ বাজারের, ব্যবসায়ীরা বলছেন যুক্তিসংগত কারণ ছাড়াই বেড়েছে দাম, নেপথ্যে ভারতীয় ব্যবসায়ীদের কারসাজিও দেখছেন তারা।
পাইকারি বাজারের প্রভাব খুচরা পর্যায়ে আসতে সময় নেয়নি একদমই, দেশি পেঁয়াজ প্রায় ১শ টাকা আর প্রতিকেজি ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে।
এদিকে দেশের অন্যতম বড় পাইকারি আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্রও অনেকটা একই রকম। কয়েক দফা বৃদ্ধির পর গেল সপ্তাহে কিছুটা কমলেও দুদিন ধরে আবারও বাড়তি পেঁয়াজের দাম। এখানকার খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা।