হাওর বার্তা ডেস্কঃ বহুল আলোচিত পিলখানা ট্র্যাজেডির ঘটনায় করা হত্যা মামলার আপিলের রায় দ্বিতীয় দিনের মতো পড়া শুরু হয়েছে।
গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চে প্রথম দিনের মতো রায় ঘোষণা শুরু হয়।
আজ সকালে একই বেঞ্চে রায় পড়া শুরু হয়েছে।
আপিলে আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে এবং আসামিপক্ষ খালাস চেয়ে আবেদন করে।
এ রায়ের মাধ্যমে উভয়পক্ষের আবেদনের নিষ্পত্তি হতে যাচ্ছে।
রায় ঘিরে সকাল থেকে হাইকোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।