রাজধানীর মিরপুর এক নম্বর সেকশন থেকে শতাধিক দেশীয় পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার দুপুরে মিরপুর এক নম্বর বাজারে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পাখীর মালিকদের আটক না করাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫টি মনিয়া, পাঁচটি শালিক ও তিনটি টিয়া পাখি তারা উদ্ধার করেন। তবে তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। টিমের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পাখিগুলো মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫টি মনিয়া, পাঁচটি শালিক ও তিনটি টিয়া পাখি তারা উদ্ধার করেন। তবে তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। টিমের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পাখিগুলো মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।