হাওর বার্তা ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আমন ধানচাষে বাম্পার ফলন হয়েছে। ফসল ঘরে তুলতে দিনরাত মাঠে কাজ করছেন কৃষকরা।
অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও এবার বেশি বলে জানিয়েছে কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে মতে, এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার হেক্টর। কিন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে এবার আমন ধান। মোট আমন চাষ হয়েছে ১৬ হাজার ১১৩ হেক্টর জমিতে।
চলতি বছরে কৃষকরা উচ্চ ফলনশীল স্বর্ণা, বিরিধান-৩৪ বিরিধান-৫১ বিরিধান-৫২এবং বিরিধান-৬২-৭২ জাতের ধান বেশি চাষ করেছে। প্রতিটি জাতের ধানে ফলনে লক্ষ্যমাত্রা ছড়াবে বলে আশাবাদী। কৃষকের উঠানে এই ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম পেলে নবান্নের প্রকৃত আনন্দে মেতে উঠবেন এমনটি আশা করছে উপজেলার কৃষকরা।
সরেজমিনে কথা হয় উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া গ্রামের সইফুল ইসলাম, লতিফুর, হামিদুর, খোকা, ওয়াবুদ্দিনসহ অনেকের সঙ্গে।
তারা সবাই চলিত মৌসুমে ধানের বাম্পার ফলনে খুবেই আনন্দিত। তারা জানান, প্রতি বিঘা (৩৩) রোপা আমন ধানচাষে বোরো ধানচাষের চেয়ে খরচ অনেক কম। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় রাসায়নিক সার কম লেগেছে। পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশি হয়েছে।
তবে বাজারে ধানের মূল্য বর্তমান সময়ের মতো (১৭-১৮শ টাকা) থাকলে কৃষকদের শত কষ্টের শেষে মূখে হাসি থাকবে বলে তারা জানান।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার নঈমুল হুদা সরকার জানান, আমন ধানের ফলন বাম্পার হয়েছে অন্য বছরের তুলনায় এবার উৎপাদন বাড়বে।