৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে।এবং তা চলবে ৭ আগস্ট পর্যন্ত।
সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপতিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপতিতে আরও বলা হয়েছে কোন পরিক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন, কোনো ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী, ব্যাগ বহন করতে পারবে না।যদি কোনো প্রার্থী নির্দেশ অমান্য করলে তার প্রার্থীতা বাতিল করা হতে পারে। এমনকি ভবিষ্যতেও তিনি কোনও পরীক্ষায় আবেদনের জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন।
নতুন নিয়মে এবার সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৮ এপ্রিল ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি), যাতে উত্তীর্ণ হয় ২০ হাজার ৩৯১ জন।