হাওর বার্তা ডেস্কঃ আগামী ৩০ নভেম্বর থেকে ৩ দিনব্যাপী ইজতিমা অনুষ্ঠিত হবে চাঁদপুরে। জেলাভিত্তিক ইজতিমার অংশ হিসেবে শুরু হবে এ ইজতিমা। ইজতিমা শেষ হবে ২ ডিসেম্বর।
চাঁদপুর জেলার পুরান বাজারে অবস্থিত জাফরাবাদ এমদাদিয়া মাদরাসা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে অনুষ্ঠিত হবে এ ইজতিমা। ইতিমধ্যে ইজতিমা মাঠের কাজ সম্পন্ন হয়ে গেছে। তাবলীগ জামাতের জেলা মুরুব্বিদের তত্ত্বাবধানে স্থানীয় লোকজনসহ স্কুল, কলেজ ও মাদরাসার ছাহত্রদের স্বেচ্ছা অংশগ্রহণে প্রস্তুতির পূর্ণাঙ্গ কাজ সম্পন্নের পথে।
ইজতিমা ময়দানে আগতদের সেবায় অজু গোসল, চিকিৎসা ও বিদ্যুৎ সেবাসহ সার্বিক ব্যবস্থাপনা থাকবে। বিদেশী মেহামানদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা।
আইন-শৃঙ্খলা বাহিনী থাকতে ইজতিমার নিরাপত্তা নিয়োজিত। এবারই প্রথম বারের মতো চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলীগ জামাতের জেলা ইজতিমা।