হাওর বার্তা ডেস্কঃ সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতির পদ ছাড়ার পর নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো সময় বেধে দেয়া নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, এটি রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন চাইবেন, তখনই নিয়োগ দিতে পারেন। আজ রাজধানীর বারিধারায় মাদকবিরোধী প্রচারের অংশ হিসেবে ডাকা সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি যেহেতু একেবারেই রাষ্ট্রপতির এখতিয়ার, তাই এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই।’
প্রধান বিচারপতি হিসেবে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল সুরেন্দ্র কুমার সিনহার। কিন্তু এক মাসের ছুটি নিয়ে গত ১৩ নভেম্বর দেশের বাইরে যাওয়ার পর অর্থপাচারসহ ১১টি অভিযোগ উঠার পর তিনি আর দেশে ফেরেননি। ১০ নভেম্বর ছুটি শেষ হওয়ার পর সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। সেখান থেকে সিনহা চলে যান কানাডায়।
এরই মধ্যে এই পদত্যাগপত্র অনুমোদন করেছেন রাষ্ট্রপতি এবং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতির পদটি শূন্য হয়েছে।
গত ২ অক্টোবর সিনহা শারীরিক অসুস্থতার কথা বলে ছুটি চান। এই ছুটি অনুমোদনের পরই রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
এতদিন ওয়াহহাব মিয়া ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও প্রধান বিচারপতি পদে একজন ছিলেন। এই পদটি ফাঁকা হওয়ায় কোনো সংকট তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এটি কোনো সমস্যা না। সংবিধানে প্রধান বিচারপতি অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন, তা বলা আছে।’
‘এখন রাষ্ট্রপতি সময় অনুযায়ী নিয়োগ দেবেন। কিন্তু কত দিনের মধ্যে তাঁকে নিয়োগ দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তিনি যখন মনে করবেন, তখন দেবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।