ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মান্নাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • ৩০১ বার

সুচিকিৎসা না দিয়ে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। শনিবার সকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বত্তব্যে এ কথা বলেন তিনি।

খালেকুজ্জামান বলেন, মাহমুদুর রহমান মান্না ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের সমালোচনা করায় তাকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করা হয়েছে।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন- গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সভাপতি ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, জেএসডি’র ভারপ্রাপ্ত সভাপতি এম.এ গোফরান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির নেতা ফজলুল হক সরকার, আবু বকর সিদ্দিক, শহীদুল্লাহ কায়সার, হাজী ইসলামউদ্দিন, মোফাখখারুল ইসলাম নবাব, হামদে রাব্বি, শ্রমিক নেতা মাহবুবুল রহমান ইসমাইল, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান, যুব ঐক্যের সমন্বয়ক শাহিনুল আলম শাহীন।

বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের এমন দুরাবস্থার আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মাহমুদুর রহমান মান্না। টক শো, পত্রিকায় কলাম, সভা-সমাবেশে তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে বলেছিলেন, দ্বিদলীয় অপরাজনীতির বিকল্প গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে না উঠলে দেশ সবার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। আজকের অবস্থা তার কথার সত্যতা প্রমাণ করে। শুধু বলেই তিনি ক্ষান্ত হননি; সংগঠনিক ও আন্দোলনের পদক্ষেপও গ্রহণ করেছিলেন। এ কারণেই মান্নাকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করা হয়েছে। আগে ডিভিশন পেলেও এখন ডিভিশন দেওয়া হচ্ছে না। রিমান্ডের নামে নির্যাতন করে গুরুতর অসুস্থ হলেও সুচিকিৎসা না দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। বক্তারা অবিলম্বে মান্নার মুক্তির দাবি করে বলেন, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মান্নাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে

আপডেট টাইম : ১২:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫

সুচিকিৎসা না দিয়ে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। শনিবার সকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বত্তব্যে এ কথা বলেন তিনি।

খালেকুজ্জামান বলেন, মাহমুদুর রহমান মান্না ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের সমালোচনা করায় তাকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করা হয়েছে।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন- গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সভাপতি ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, জেএসডি’র ভারপ্রাপ্ত সভাপতি এম.এ গোফরান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির নেতা ফজলুল হক সরকার, আবু বকর সিদ্দিক, শহীদুল্লাহ কায়সার, হাজী ইসলামউদ্দিন, মোফাখখারুল ইসলাম নবাব, হামদে রাব্বি, শ্রমিক নেতা মাহবুবুল রহমান ইসমাইল, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান, যুব ঐক্যের সমন্বয়ক শাহিনুল আলম শাহীন।

বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের এমন দুরাবস্থার আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মাহমুদুর রহমান মান্না। টক শো, পত্রিকায় কলাম, সভা-সমাবেশে তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে বলেছিলেন, দ্বিদলীয় অপরাজনীতির বিকল্প গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে না উঠলে দেশ সবার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। আজকের অবস্থা তার কথার সত্যতা প্রমাণ করে। শুধু বলেই তিনি ক্ষান্ত হননি; সংগঠনিক ও আন্দোলনের পদক্ষেপও গ্রহণ করেছিলেন। এ কারণেই মান্নাকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করা হয়েছে। আগে ডিভিশন পেলেও এখন ডিভিশন দেওয়া হচ্ছে না। রিমান্ডের নামে নির্যাতন করে গুরুতর অসুস্থ হলেও সুচিকিৎসা না দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। বক্তারা অবিলম্বে মান্নার মুক্তির দাবি করে বলেন, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।