কোন রোহিঙ্গা না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় মারা যায়নি

হাওর বার্তা ডেস্কঃ দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, বাংলাদেশে আসা ১১ লাখ রোহিঙ্গাদের মধ্যে কেউ গত আড়াই মাসে না খেয়ে থাকেন নাই। কেউ বলতে পারবে না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় কোন রোহিঙ্গা মারা গেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের তাদের সব ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতিসঙ্গে বক্তব্যে বলেছেন, আমি যদি খেয়ে থাকি, তাহলে আমার দেশে আসা রোহিঙ্গারাও খেয়ে থাকবেন। একজন রোহিঙ্গাও অভুক্ত থাকবে না। শনিবার দুপুরে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আরো বলেন, আমরা নৌকার পাগল যেখানে যাব। নৌকার কথা বলবো। কারণ দেশের মানুষের একমাত্র আসা ভরসাস্থল হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় রাখলে সকলেই নিরাপদ থাকবে।
কমিউনিটি পুলিশিং সদস্যদের উদ্দেশ্যে ত্রাণমন্ত্রী বলেন, চাঁদপুর থেকেই কমিউনিটি পুলিশিং এর যাত্রা। প্রাথমিক ভাবে চাঁদপুরে কমিউনিটি পুলিশিং এর ২শ’ সদস্য থাকলেও এখন ২২ হাজার সদস্য। আপনারা কাজ করলে এখন মানুষ ঘরের দরজা খুলে রাতে ঘুমাতে পারবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশি হচ্ছে সমাজের যত কমিউনিটি আছে তাদের সাথে বসে কথা বলে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধান করা। আর এ জন্য আমরা চিন্তা করেছি জনগণের সাথে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনার এটি একটি মাধ্যম। আমরা কমিউনিটি পুলিশিংকে বলে দিয়েছি, আপনারা থানার ওসিসহ সকল কর্মকর্তাদের বিষয়ে কোন অভিযোগ থাকলে ওপেন হাউজ ডে সরাসরি অভিযোগ করবেন। সমাজের সকল কমিউনিটির মধ্যে সু-সম্পর্ক থাকলে কোন অপরাধী অপরাধ করার সাহস পায় না।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস.এম. মনির উজ-জামান, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রান ও সমাজ কল্যাণ বিয়ষক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন প্রমূখ।

সমাবেশে পূর্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর