মনোয়ার হোসাইন রনিঃ প্রায় ৩ মাস যাবৎ বন্ধ খেলার মাঠ।। কিশোরগঞ্জের ষ্টেডিয়াম খেলার মাঠ হয়ে গেল মেলার মাঠ। প্রায় ৩ মাস যাবৎ বন্ধ খেলার মাঠ। এদিকে সৈয়দ নজরুল ইসলাম ষ্টেডিয়ামে উন্নয়ন মূলক কাজ চলায় ঐজায়গায় খেলা ধুল করা সম্ভব হচ্ছে না । এ ঘটনায় ক্ষুব্দ খেলোয়াররা। কোখাও খেলার জায়গা নেই।খেলার জায়গা না থাকায় বিপথে যাচ্ছে তরুন কিশোররেররা। মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে যুব সমাজ অভিযোগ করেছেন খেলোয়ার রা। এদিকে বিশষ্ট ক্রীড়া সংগঠক সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাযকরী কমিটির সদস্য শুভ আল মাহমুদ জানান, ২০১০ সন থেকে থেকে জেলা ক্রীড়া সংস্থার সকল খেলাধুলা বন্ধ রয়েছে। এর মাঝে শুধ বয়স ভিত্তিক টিম পাঠানোই জেলা ক্রীড়া সংস্থার মূল কারযক্রম। জেলায় কোন নতুন খেলোয়ার বা বাছাই হয় নি। তিনি আরো বর্তমান আহবায়ক কমিটিকে অবৈধ ঘোষাণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।নতুন আহবায়ক কমিটি করে জাতীয় ক্রীড়া পরিষদ ৮/৮/১৭ ইং তারিখে চিঠি প্রেরণ করেন। কিন্ত কোন ব্যবস্থা নেয় নেয় নি কতৃপক্ষ। তিনি নিবাচনের ও দাবি জানান। তিনি আরো জানান, নিবাচিত কমিটি নাই , অবৈধ আহবায়ক কমিটি যে ভাবে চাচ্ছে সে ভাবেই খেলার মাঠে মেলা চালাচ্ছেন তারা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক এহতেশামুল হক মুনাব্বী জানান, অতি দ্রুত খেলার মাঠে মেলা বন্ধ করে খেলোয়ারদের কাছে মাঠ ফিরিয়ে দেওয়া হোক। জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর ইসলাম খান শামিম জানান, খেলার মাঠে খেলা চা্ই। মেল করার জন্য আরো অনেক মাঠ রয়েছে। এদিকে মেলা আয়োজকরা জানান, মেলা আমরা মেলা ভাল ভাবে শুরুই করতে পারিনি্ । এখন বন্ধ করে দিলে ব্যবসায়ীরা পথে বসে যাবে। প্রতি দিন দোকানে হাজার টাকা উপর খরচ আছে্ । তাই মেলা ব্যবসায়ী রা সপ্তাহ দশ দিন চালিয়ে বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের ষ্টেডিয়াম খেলার মাঠ হয়ে গেল মেলার মাঠ
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
- ৩২১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ