৩৭ তম বিসিএসের মৌখিক ও ৩৮তমর প্রিলির তারিখ নির্ধারণ

হাওর বার্তা ডেস্কঃ ৩৭ তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৯ নভেম্বর এবং ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

আজ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ৩৯তম বিশেষ বিসিএসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হয়ে এলে পরীক্ষাবিষয়ক পদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে।

পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেছেন, ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা নভেম্বরের শেষে এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে। তবে এখনও রুটিন চূড়ান্ত করা হয়নি। শিগগিরই রুটিন জানানো হবে।

আগের বিভিন্ন বিসিএসের সূচি অনুযায়ী পর্যালোচনা করলে দেখা যায়, সাধারণত শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে দেখলে ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর