হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে এসিড হামলায় গুরুতর আহত বাংলাদেশি মুহাম্মদ নওশাদ কামাল দুই চোখের দৃষ্টিশক্তি হারাতে চলেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর এসেছে।
আজ সন্ধ্যায় পূর্ব লন্ডনের ওয়ালথামস্টোর ওয়ালপোল সড়কে গাড়ি ছিনিয়ে নিতে আসা দুই কিশোরের এ হামলায় আহত ওই বাংলাদেশি।
লন্ডনভিত্তিক ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছরের কামাল আট বছর আগে ব্রিটেনে গিয়েছিলেন। ডেলিভারি ড্রাইভারের কাজ করেন তিনি।
কামাল আজ সন্ধ্যা ৬টার দিকে একটি বাসায় পিজা পৌঁছে দিয়ে বেরোনোর পর তার কাছে স্কুটারের চাবি চায় দুই কিশোর।
তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তার দিকে এসিড ছুড়ে মারা হয়। এ সময় কামাল দৌড়ে ওই বাড়িতে ঢুকতে চাইলে দরজা খোলেননি তার ক্রেতারা। হামলাকারীরা তখনও কামালের দিকে এসিড ছুড়ছিল।
এক পর্যায়ে পাশে গাড়িতে থাকা একজন নারী চিৎকার দিলে নিজেদের মোপেডে চড়ে সটকে পড়ে ওই দুই কিশোর। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে কামালকে উদ্ধার করে ক্ষতস্থানে পানি ঢালেন।
কামাল হেলমেট পরা থাকলেও মুখের দিকটা খোলা থাকায় তার ঠোট, নাক-চোখে এসিড লাগে। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন কামালের অবস্থা আশঙ্কাজনক, তিনি কোমায় আছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইমরান রুমেল নামে তার এক বন্ধু ডেইলি মেইলকে বলেছেন, ‘আমি হাসপাতালে ওকে দেখেছি। ওর অবস্থা শোচনীয়। আমি জানি না, ও আবার দেখতে পাবে কি না।’
কামালের ওপর হামলার তদন্তে থাকা গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা গর্ডন হেন্ডারসন বলেছেন, ‘মনে হয় তিনি দুই চোখেরই দৃষ্টিশক্তি হারাচ্ছেন।’
এই হামলায় জড়িত সন্দেহে শুক্রবার ১৪ বছরের এক কিশোরকে আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শনিবার রাতে ১৬ বছরের আরেক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।