রসিক নির্বাচনের তফসিল ঘোষণা ভোটগ্রহণ ২১ ডিসেম্বর

হাওর বার্তা ডেস্কঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন । ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর । আজ (০৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন ।  ঘোষিত তফসিল অনুযায়ী,  মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর । বাছাইয়ের তারিখ ২৫ ও ২৬ নভেম্বর । প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর । প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর । রংপুর সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন । এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন । সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি বলে জানা গেছে । ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয় । নির্বাচিত জনপ্রতিনিধিদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে । সে হিসাবে ২০১৮ সালের ১৮ মার্চের মধ্যে রংপুরে নির্বাচন করতে হবে ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর