ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেনেড ও আগুন সন্ত্রাসী-জঙ্গিদের বিচার হবে : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
  • ২৮০ বার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তর-পঁচাত্তরের হত্যাকারীদের মতোই ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও আগুনসন্ত্রাসীদের বিচারের মাধ্যমে জঙ্গি-সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেষ আঘাত হানতে হবে। সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে লড়াই চলছে, এ আঘাত সে লড়াইয়ে চূড়ান্ত বিজয় নিয়ে আসবে।
মন্ত্রী রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কবি মাদবর রফিকের ‘অবিনাশী কন্ঠস্বর’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, রেদোয়ান খন্দকার, কবি আসলাম সানী, সাবেক তথ্যমন্ত্রী

ড. মীজানুর রহমান শেলী, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুুল হান্নান শেখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল, ড. সৈয়দ রনো এবং মির্জা আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির পিতাই নন, তিনি আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে সাম্প্রদায়িকতার আলখাল্লা ত্যাগ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকলে খুঁজে পেয়েছিল বাঙালিত্বের পরিচয় এবং মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়ে প্রমাণ করেছিলো বাঙালি বীরের জাতি।

এর আগে শিল্পকলা একাডেমিতে খেলাঘর কেন্দ্রীয় আসর আয়োজিত তিন দিনব্যাপী খেলাঘর জাতীয় নৃত্য ও কারু কর্মশালা ২০১৫ উদ্বোধনকালে মন্ত্রী ইনু সমবেত শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এক মুহূর্ত বিশ্রাম নেবার সময় নেই। প্রয়োজন সকলের নিরলস প্রচেষ্টা। তিনি এসময় খেলাঘরের সকল অনুষ্ঠানে সকল শহীদ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের রেওয়াজ প্রচলনের আহ্বান জানান।

খেলাঘরের সভাপতি অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খেলাঘরের উপদেষ্টা অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান।

এদিকে রাজধানীর নায়েম মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক একাদশ ইতিহাস সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ঢাকা আর কখনো মোহাম্মদী বেগ বা মোশতাকের ইতিহাস হবে না, ঢাকা হবে সারাবিশ্বে ছড়িয়ে থাকা ৩৫ কোটি বাঙালির আত্মার রাজধানী।

ইতিহাস একাডেমি, ঢাকা আয়োজিত এ সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি ইতিহাসবিদদের মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা জাতিকে হত্যা করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার বাংলাদেশের পথে এবং বঙ্গবন্ধু স্বমহিমায় স্বগৃহে প্রত্যাবর্তন করছেন। মন্ত্রী এসময় ঢাকার ঐতিহাসিক বিকাশের প্রেক্ষাপটসমূহ তুলে ধরেন।

আয়োজক সংস্থার সভাপতি অধ্যাপক ড. কে এম মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েমের মহাপরিচালক মোঃ হামিদুল হক।

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ক্রীড়াঙ্গন ও মানবাধিকার বিষয়ক সেমিনারে ক্রীড়াঙ্গনে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন হাসানুল হক ইনু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গ্রেনেড ও আগুন সন্ত্রাসী-জঙ্গিদের বিচার হবে : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তর-পঁচাত্তরের হত্যাকারীদের মতোই ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও আগুনসন্ত্রাসীদের বিচারের মাধ্যমে জঙ্গি-সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেষ আঘাত হানতে হবে। সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে লড়াই চলছে, এ আঘাত সে লড়াইয়ে চূড়ান্ত বিজয় নিয়ে আসবে।
মন্ত্রী রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কবি মাদবর রফিকের ‘অবিনাশী কন্ঠস্বর’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, রেদোয়ান খন্দকার, কবি আসলাম সানী, সাবেক তথ্যমন্ত্রী

ড. মীজানুর রহমান শেলী, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুুল হান্নান শেখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল, ড. সৈয়দ রনো এবং মির্জা আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির পিতাই নন, তিনি আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে সাম্প্রদায়িকতার আলখাল্লা ত্যাগ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকলে খুঁজে পেয়েছিল বাঙালিত্বের পরিচয় এবং মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়ে প্রমাণ করেছিলো বাঙালি বীরের জাতি।

এর আগে শিল্পকলা একাডেমিতে খেলাঘর কেন্দ্রীয় আসর আয়োজিত তিন দিনব্যাপী খেলাঘর জাতীয় নৃত্য ও কারু কর্মশালা ২০১৫ উদ্বোধনকালে মন্ত্রী ইনু সমবেত শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এক মুহূর্ত বিশ্রাম নেবার সময় নেই। প্রয়োজন সকলের নিরলস প্রচেষ্টা। তিনি এসময় খেলাঘরের সকল অনুষ্ঠানে সকল শহীদ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের রেওয়াজ প্রচলনের আহ্বান জানান।

খেলাঘরের সভাপতি অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খেলাঘরের উপদেষ্টা অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান।

এদিকে রাজধানীর নায়েম মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক একাদশ ইতিহাস সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ঢাকা আর কখনো মোহাম্মদী বেগ বা মোশতাকের ইতিহাস হবে না, ঢাকা হবে সারাবিশ্বে ছড়িয়ে থাকা ৩৫ কোটি বাঙালির আত্মার রাজধানী।

ইতিহাস একাডেমি, ঢাকা আয়োজিত এ সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি ইতিহাসবিদদের মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা জাতিকে হত্যা করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার বাংলাদেশের পথে এবং বঙ্গবন্ধু স্বমহিমায় স্বগৃহে প্রত্যাবর্তন করছেন। মন্ত্রী এসময় ঢাকার ঐতিহাসিক বিকাশের প্রেক্ষাপটসমূহ তুলে ধরেন।

আয়োজক সংস্থার সভাপতি অধ্যাপক ড. কে এম মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েমের মহাপরিচালক মোঃ হামিদুল হক।

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ক্রীড়াঙ্গন ও মানবাধিকার বিষয়ক সেমিনারে ক্রীড়াঙ্গনে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন হাসানুল হক ইনু।