হাওর বার্তা ডেস্কঃ সরকারি কোনো যড়যন্ত্রই বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘যে কোনো প্রতিকূল অবস্থাতেও জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি।’
শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, ‘সরকার যড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু কোনো ষড়যন্ত্রই বিএনপিকে বিরত রাখতে পারবে না। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে।
জাতীয় নির্বাচনের আগে সরকার সমঝোতায় না আসলে দেশের মাটিতে গণবিস্ফোরণ হবে। আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় আসতে হবে।’
স্থায়ী কমিটির এ প্রবীণ সদস্য বলেন, ‘এই নির্বাচনে গণজোয়ার হবে। ১০ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। এ সরকারের অত্যাচারে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষের এখন অন্য কোনো পথ নেই।’
তিনি আরও বলেন, ‘কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা কারা করেছে তা সবাই জানে। এমনকি যারা এ হামলাকে অস্বীকার করছে তারাও জানে এটা ছাত্রলীগ এবং যুবলীগের কাজ। কিন্তু মিথ্যা অভিযোগে উল্টো বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।