হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর মালোপাড়ায় থাকা কাবিল ম্যানসনের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয়ের সামনেই বসে পড়েন নেতাকর্মীরা। সেখানেই পথসভা করে মহানগর বিএনপি।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছিল। কিন্তু কেন্দ্রীয় এই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এই ঘটনায় মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামেনর রাস্তার ওপর বসে পড়েন। পরে সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির নগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়া পুলিশি বেষ্টনির মধ্যে অনুষ্ঠিত ওই পথসভায় বিএনপির কেন্দ্রীয় সদস্য শহীদুন্নাহার কাজী হেনা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, শাহ মুখদম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।