ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যান্সারে যা খাবেন যা খাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যান্সার রোগীরা যা খাবেন-

  • সব ধরনের তাজা শাকসবজি- শসা, টমেটো, লেটুস, ক্ষীরা, গাজর, শাকপাতা ইত্যাদি।
  • টাটকা ফলমূল খাবেন তবে আঙুর খাবেন না।
  • দুধ দুই গ্লাস, ভাতের মাড় সকালে দুপুরে, রাতে দুই মগ করে।
  • মসুর, মুগ ও বুটের ডাল, রান্না করা ডালের স্যুপ (পানি) চার মগ।
  • মোরগ ও মুরগির গোশত (কলিজা, চামড়া ও মগজ বাদ)।
  • কবুতরের গোশত বেশি করে খাবেন।
  • সামুদ্রিক যে কোনো মাছ (চিংড়ি বাদ) ও অন্যান্য তেল ছাড়া মাছ।
  • রান্নায় পরিমিত লবণ খাবেন।
  • সয়াবিন ও ভেষজ তেল দিয়ে রান্না করা খাবার।
  • সর তোলা দুধ ও ঘোল, মিষ্টি ছাড়া ননিহীন দই।
  • খাবার স্যালাইন প্রতিদিন চার থেকে পাঁচটি।
  • ডাবের পানি, লেবুর শরবত, বেলের শরবত, ইসবগুলের ভুসির শরবত তিন মগ।

কম পরিমাণে খেতে পারবেন-

  • প্রাণিজ চর্বি, চর্বিযুক্ত গোশত (যেমন গরু, খাসি, হাঁস) হাড়ের ভেতরের তৈলাক্ত মজ্জা, চামড়া ও প্রাণিজ যে কোনো তেল।
  • দুধ ও দুগ্ধজাত খাদ্য- ঘি, মাখন, মিষ্টি, কেক, পায়েস ইত্যাদি।
  • মিঠাপানির তৈলাক্ত মাছ, ইলিশ, পাঙ্গাশ, বোয়াল, রুই, কাতলা ইত্যাদি।

খাবার সময় পাতে কাঁচালবণ, লবণ দিয়ে সংরক্ষিত খাদ্য। যেমন- চিপস, লোনা মাছ ইত্যাদি।

অন্যান্য করণীয়

  • ধূমপান, পানে-সাদাপাতা, জর্দা ইত্যাদি বর্জন করুন।
  • উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
  • ডায়াবেটিস (বহুমূত্র) রোগ নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে নিয়মিত চিকিৎসা করুন।
  • নিয়মিত প্রয়োজনীয় বিশ্রাম।
  • দুশ্চিন্তা ও উত্তেজনা পরিহার করুন এবং মন ভালো রাখুন।
  • নিয়মিত ওষুধ খাবেন, চিকিৎসক দিয়ে চেকআপ ও পরামর্শ গ্রহণ করুন।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না।
  • রোগ নিরাময়ের লক্ষ্যে রোগ প্রতিরোধের নিয়মকানুন যথাযথ মেনে চলুন।
  • জরুরি চিকিৎসার জন্য নিকটতম হাসপাতালে যোগাযোগ করুন।

ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়।
সুতরাং রোগীর সঙ্গে থাকা-খাওয়া, একই বিছানায় ঘুমালে কোনো অসুবিধা নেই।

ডা. এম এম সরদার ক্যান্সার চিকিৎসক সরদার হোমিও হল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ক্যান্সারে যা খাবেন যা খাবেন না

আপডেট টাইম : ১২:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ ক্যান্সার রোগীরা যা খাবেন-

  • সব ধরনের তাজা শাকসবজি- শসা, টমেটো, লেটুস, ক্ষীরা, গাজর, শাকপাতা ইত্যাদি।
  • টাটকা ফলমূল খাবেন তবে আঙুর খাবেন না।
  • দুধ দুই গ্লাস, ভাতের মাড় সকালে দুপুরে, রাতে দুই মগ করে।
  • মসুর, মুগ ও বুটের ডাল, রান্না করা ডালের স্যুপ (পানি) চার মগ।
  • মোরগ ও মুরগির গোশত (কলিজা, চামড়া ও মগজ বাদ)।
  • কবুতরের গোশত বেশি করে খাবেন।
  • সামুদ্রিক যে কোনো মাছ (চিংড়ি বাদ) ও অন্যান্য তেল ছাড়া মাছ।
  • রান্নায় পরিমিত লবণ খাবেন।
  • সয়াবিন ও ভেষজ তেল দিয়ে রান্না করা খাবার।
  • সর তোলা দুধ ও ঘোল, মিষ্টি ছাড়া ননিহীন দই।
  • খাবার স্যালাইন প্রতিদিন চার থেকে পাঁচটি।
  • ডাবের পানি, লেবুর শরবত, বেলের শরবত, ইসবগুলের ভুসির শরবত তিন মগ।

কম পরিমাণে খেতে পারবেন-

  • প্রাণিজ চর্বি, চর্বিযুক্ত গোশত (যেমন গরু, খাসি, হাঁস) হাড়ের ভেতরের তৈলাক্ত মজ্জা, চামড়া ও প্রাণিজ যে কোনো তেল।
  • দুধ ও দুগ্ধজাত খাদ্য- ঘি, মাখন, মিষ্টি, কেক, পায়েস ইত্যাদি।
  • মিঠাপানির তৈলাক্ত মাছ, ইলিশ, পাঙ্গাশ, বোয়াল, রুই, কাতলা ইত্যাদি।

খাবার সময় পাতে কাঁচালবণ, লবণ দিয়ে সংরক্ষিত খাদ্য। যেমন- চিপস, লোনা মাছ ইত্যাদি।

অন্যান্য করণীয়

  • ধূমপান, পানে-সাদাপাতা, জর্দা ইত্যাদি বর্জন করুন।
  • উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
  • ডায়াবেটিস (বহুমূত্র) রোগ নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে নিয়মিত চিকিৎসা করুন।
  • নিয়মিত প্রয়োজনীয় বিশ্রাম।
  • দুশ্চিন্তা ও উত্তেজনা পরিহার করুন এবং মন ভালো রাখুন।
  • নিয়মিত ওষুধ খাবেন, চিকিৎসক দিয়ে চেকআপ ও পরামর্শ গ্রহণ করুন।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না।
  • রোগ নিরাময়ের লক্ষ্যে রোগ প্রতিরোধের নিয়মকানুন যথাযথ মেনে চলুন।
  • জরুরি চিকিৎসার জন্য নিকটতম হাসপাতালে যোগাযোগ করুন।

ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়।
সুতরাং রোগীর সঙ্গে থাকা-খাওয়া, একই বিছানায় ঘুমালে কোনো অসুবিধা নেই।

ডা. এম এম সরদার ক্যান্সার চিকিৎসক সরদার হোমিও হল