ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাসদ নিয়ে বিতর্কটা ভালোই উপভোগ করছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫
  • ২১২ বার

এবার জাসদকে নিয়ে কথা বললেন তরুণ রাজনীতিবিদ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে তার ভেরিফাইড পেজে ‘জাসদের crocodile tears…’ শিরোনামে এক স্ট্যাটাস দিয়েছেন পার্থ। সেটি পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-

জাসদের crocodile tears …

জাসদ নিয়ে বিতর্কটা ভালোই উপভোগ করছি। নতুন প্রজন্মের জাসদকে নিয়ে এতো কিছু জানার সুযোগ ছিল না। গত বিশ বছর জাসদকে নিয়ে ততো লেখালেখিও হতো না। আর জাসদ নেতাদের জনগণের সাথে সম্পর্কও ছিল না বললেই চলে। তবে এখন পরিষ্কার। সব খোলাসা …

কত রঙ এই রাজনীতির, কত রূপ, কত কৌশল। আসলে রাজনীতিতে সবই সম্ভব। আর একটু পতাকার ভাগ পেলে তো একবারে সবই সম্ভব।

কি ভয়াবহ না ছিল জাসদের কর্মকাণ্ড সেই ৭২ থেকে ৭৫। সরকারদলীয় সংসদ সদস্যকে হত্যা, ব্যাংক লুট, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন, খুন, গুম সবই করেছে। আর এখন কিনা সারাক্ষণ জঙ্গি জঙ্গি করে।

সেই নির্মম ১৫ই আগস্টের প্রেক্ষাপট তৈরির অভিযোগে গণবাহিনীর সশস্ত্র বিপ্লবের সেকেন্ড ইন কমান্ড ইনু ও তার জাসদকে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ ও ক্যাপ্টেন অব. এবিএম তাজুল ইসলাম সিরিজ আক্রমণে অস্থির করে তুলেছেন। সেই হত্যাকাণ্ডের পর ১৬ এবং ১৭ই আগস্ট এই জাসদ কাউকে সেই হত্যার প্রতিবাদে একটা মিছিলও করতে দেয়নি।

কয়েকদিন আগে টকশোতে শুনলাম মইনুদ্দিন খান বাদল সাহেব বলছেন, যে টুঙ্গিপাড়া যেয়ে নাকি উনি কেঁদে ফেলেছেন। আর জাসদ নাকি এখন অতীতের সব ভুলের কাফফারা দিচ্ছে। ইংরেজিতে একে বলে ‘crocodile tears ‘। আর রাজনীতিতে কাফফারা, দুঃখিত অথবা ক্ষমার কোনো সুযোগ নেই।ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জাসদ নিয়ে বিতর্কটা ভালোই উপভোগ করছি

আপডেট টাইম : ১০:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫

এবার জাসদকে নিয়ে কথা বললেন তরুণ রাজনীতিবিদ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে তার ভেরিফাইড পেজে ‘জাসদের crocodile tears…’ শিরোনামে এক স্ট্যাটাস দিয়েছেন পার্থ। সেটি পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-

জাসদের crocodile tears …

জাসদ নিয়ে বিতর্কটা ভালোই উপভোগ করছি। নতুন প্রজন্মের জাসদকে নিয়ে এতো কিছু জানার সুযোগ ছিল না। গত বিশ বছর জাসদকে নিয়ে ততো লেখালেখিও হতো না। আর জাসদ নেতাদের জনগণের সাথে সম্পর্কও ছিল না বললেই চলে। তবে এখন পরিষ্কার। সব খোলাসা …

কত রঙ এই রাজনীতির, কত রূপ, কত কৌশল। আসলে রাজনীতিতে সবই সম্ভব। আর একটু পতাকার ভাগ পেলে তো একবারে সবই সম্ভব।

কি ভয়াবহ না ছিল জাসদের কর্মকাণ্ড সেই ৭২ থেকে ৭৫। সরকারদলীয় সংসদ সদস্যকে হত্যা, ব্যাংক লুট, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন, খুন, গুম সবই করেছে। আর এখন কিনা সারাক্ষণ জঙ্গি জঙ্গি করে।

সেই নির্মম ১৫ই আগস্টের প্রেক্ষাপট তৈরির অভিযোগে গণবাহিনীর সশস্ত্র বিপ্লবের সেকেন্ড ইন কমান্ড ইনু ও তার জাসদকে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ ও ক্যাপ্টেন অব. এবিএম তাজুল ইসলাম সিরিজ আক্রমণে অস্থির করে তুলেছেন। সেই হত্যাকাণ্ডের পর ১৬ এবং ১৭ই আগস্ট এই জাসদ কাউকে সেই হত্যার প্রতিবাদে একটা মিছিলও করতে দেয়নি।

কয়েকদিন আগে টকশোতে শুনলাম মইনুদ্দিন খান বাদল সাহেব বলছেন, যে টুঙ্গিপাড়া যেয়ে নাকি উনি কেঁদে ফেলেছেন। আর জাসদ নাকি এখন অতীতের সব ভুলের কাফফারা দিচ্ছে। ইংরেজিতে একে বলে ‘crocodile tears ‘। আর রাজনীতিতে কাফফারা, দুঃখিত অথবা ক্ষমার কোনো সুযোগ নেই।ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেনি।