হাওর বার্তা ডেস্কঃ ট্রেড লাইসেন্স দেয়ার আগে শিশু শ্রমিক নিয়োগ না দেয়ার বিষয়টি নিশ্চিতের দাবি জানিয়েছে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)। এ বিষয়ে সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি।
বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত সংলাপে বক্তারা এ আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা এএসডি আয়োজিত এ সংলাপে শিশুশ্রম নিরসন নিয়ে কাজ করে এমন কয়েকটি সংস্থার প্রতিনিধিরা পরিস্থিতি তুলে ধরেন।
এএসডির উপ-নির্বাহী পরিচালক মোজাম্মেল হকের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন ডিএসসিসি প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা একেএম লুৎফুর রহমান সিদ্দিকী এবং এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী।
সংলাপে জানানো হয়, দেশে ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ শিশু নানামুখী শ্রমে জড়িত। তাদের মধ্যে অনানুষ্ঠানিক খাতে ৩২ লাখ ৭২ হাজার ৭৭৯ জন এবং আনুষ্ঠানিক খাতে এক লাখ ৭৭ হাজার ৫৯০ শিশু শ্রমিক কাজ করে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো দেশের প্রায় ১২ লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত। যাদের সুন্দর আগামী নষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে আলোচনাকালে বক্তারা শিশুশ্রম পরিস্থিতিকে ‘ভয়ানক’ আখ্যা দিয়ে বলেন, এত কিছুর পরও এ ব্যাপারে কোনো উল্লেখযোগ্য তৎপরতা নেই। শিশু শ্রমিক নিয়োগ চলছে। এই নিয়োগ বন্ধে যত শিগগির সম্ভব ট্রেড লাইসেন্সে ‘শিশুশ্রমকে না বলুন’ শ্লোগান জুড়ে দেয়ার দাবি জানান তারা।