হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা অগ্রহণযোগ্য ও খারাপ প্রকৃতির লোক তাদের দল থেকে বের করে দিতে হবে। এসব লোকদের দলে কোনো প্রয়োজন নেই।
বুধবার দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনোদের সদস্যপদ নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এ কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজের শহীদ ডা. কাইছার রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আমরা খারাপ লোকের সঙ্গে চলতে চাই না। ভালো লোক সংখ্যায় কম হলেও তাতেই আমরা খুশি। তিনি বলেন, মানুষের আচরণ খারাপ হলে উন্নয়ন কোনো কাজে আসবে না। তাই উন্নয়নের আগে নিজেকে ভালো হতে হবে। তাহলেই উন্নয়ন কাজে দিবে।
স্বাধীনতাবিরোধী কেউ যেন দলে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আওয়ামী লীগকেও বিশ্বাস করবে না। তাই স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তি যেন সদস্য হয়ে ঢুকতে না পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি কাজী আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।