হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার পাঁচ আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড বহাল এবং তিনজনের যাবজ্জীবন বহালসহ হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আর পলাতক এক আসামি অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন সাইফুল ইসলাম আর যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন মোঃ আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম।
আজ বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে দায়িত্বরত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে।
গতকাল মঙ্গলবার রায়ের পুনরায় শুনানি শেষে আজকে রায় ঘোষণার দিন ধার্য করা ছিল।
২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর এ মামলায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়। সেলিম চৌধুরী ছাড়া অপর চার আসামিকে গ্রেফতার করে পুলিশ।