হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতেই ঢাকা ফিরছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সড়কপথে চট্টগ্রামের সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে আছেন। এর আগে দলীয় নেত্রীকে বিদায় জানাতে সার্কিট হাউসে নেতাকর্মীরা ভিড় করেন। ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে যায় খালেদার গাড়িবহর। স্লোগানে-স্লোগানে নেত্রীকে বিদায় জানান তারা। তারও আগে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে খালেদা জিয়ার গাড়িবহর। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সার্কিট হাউস থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
গত শনিবার সকালে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন খালেদা। এরপর বিকেলে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। সেদিন রাতেই খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে। সেখানে রাত্রিযাপন শেষে রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রওনা দিয়ে রাত ৮টার দিকে খালেদা জিয়া কক্সবাজার পৌঁছে। গতকাল সোমবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
সংবাদ শিরোনাম
খালেদা জিয়া রাতেই ঢাকা ফিরছেন
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
- ২৮৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ