হাওর বার্তা ডেস্কঃ জনতার ঢলের কাছে ওবায়দুল কাদেরের লেলিয়ে দেয়া লাঠিবাহিনী, পিস্তলবাহিনী টিকতে পারেনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য জনগণ আসবে কেন? লাখো মানুষের ঢল হবে কেন? এটি সরকারের প্রতিহিংসার জ্বালার কারণ। তাই ছাত্রলীগ-যুবলীগকে লেলিয়ে দেয়া হয়েছে। সকাল থেকেই পাদুয়ারবাজার, চান্দিনা, কুমিল্লায় ওবায়দুল কাদেরের লেলিয়ে দেয়া বাহিনী লাঠিসোটা নিয়ে আক্রমণ করেছে। কিন্তু জনতার ঢলের কাছে ওবায়দুল কাদেরের লেলিয়ে দেয়া লাঠিবাহিনী-পিস্তলবাহিনী টিকতে পারেনি। তাই এগিয়ে গেছে খালেদা জিয়ার গাড়িবহর। আওয়ামী লীগ মনের জ্বালা এখন মেটাবে কি করে?’
সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।
কক্সবাজার যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘জনতার ঢল দেখে মনের জ্বালা মেটানোর জন্য ফেনীতে সরকারের লেলিয়ে দেয়া বাহিনী গণমাধ্যমের গাড়িসহ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তাদের মনের জ্বালা তো মেটাতে হবে। কারণ ফেনী হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসের একটি বড় ফ্যাক্টরি। সেখানে অনেক হাজারীর জন্ম হয়। ওরা নিজেদের মধ্যেই মারামারি করে প্রতিপক্ষকে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়।’
তিনি বলেন, ‘আমরা বলেছি- আওয়ামী লীগ ডাকাতের মতো খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে। এতে নাকি তারা (আওয়ামী লীগ) রাগ করেছে। ডাকাত বললে রেগে যায় আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা। সন্ত্রাসী আর ডাকাতের মধ্যে পার্থক্য কী? সন্ত্রাসী বললে ওরা খুব একটা মাইন্ড করে না। সন্ত্রাসীরা কি ফেরেশতা? নাকি মসজিদের ইমাম সাহেব? না মাদার তেরেসার অনুসারী তারা?’
গণমাধ্যমের গাড়িতে হামলা করে আওয়ামী লীগ বেকায়দায় পড়ে গেছে, এমন মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসীদের কাছে কোনো কিছুর সম্মান থাকে না। তাই তারা গণমাধ্যমের গাড়িতেও হামলা চালিয়েছে। ফলে আওয়ামী লীগের কোনো মিথ্যাচার এখন ধোপে টিকছে না।’
মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।