হাওর বার্তা ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনুর্ধ্ব-২১) প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার বিকেলে পুলিশ লাইনস্ মাঠে এই কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এএসপি (প্রবেশনার) অনিতা রাণী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ, ওসি তদন্ত শিফায়াতুল মাজদার সিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমূখ।
যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় হরিপুর থানা দলকে ৫২-৩৫ পয়েন্টে হারিয়ে পীরগঞ্জ থানা বিজয়ী হয়। কাবাডি প্রতিযোগিতায় ঠাকুরগাঁওয়ের ৬টি থানা দল অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি শহীদুল হক ও সাধারণ সম্পাদক অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে কাবাডি প্রতিযোগিতায় সহযোগিতা করছেন জেলা ক্রীড়া সংস্থা।