হাওর বার্তা ডেস্কঃ ব্লুফন্টেইনে প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে সমালোচনা হয়েছে অনেক। চার পেসার নিয়ে একাদশ সাজানোর কোনো মানে ছিল না। খোদ নাজমুল হাসান পাপনও একাদশ নিয়ে খুশি ছিলেন না। মুখ খেলেছেন এ বিষয়ে।
আজকের শেষ টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যান বেশি খেলনো হবে, সে কথা পাপনই জানান দিন দুয়েক আগে। হ্যাঁ, পাপনের কথামতই একাদশ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট!
পেসার একজন কমিয়ে ব্যাটসম্যান একজন যোগ হয়েছে এ ম্যাচে। পেসার শফিউলের জায়গায় একাদশে ঢুকেছেন উইকেট কিপা ব্যাটসম্যান লিটন কুমার দাস। অবশ্য লিটন একাদশে আছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। উইকেট কিপিংয়ে আছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ :
ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন