আমরা কোনো অবিচার করিনি : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিগত সময়ে আমাদের ওপর একটার পর একটা অবিচার করা হয়েছে, আমাদের সময়ে আমরা কোনো অবিচার করিনি, এজন্য আমরা এখনো বেঁচে আছি।

রাজধানীর বনানী কার্যালয়ে বুধবার বরগুনা জেলা জাতীয় পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এরশাদ।

তিনি বলেন, জাতীয় পার্টি মানুষ মারার রাজনীতি করে না, জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাসী না, মানুষের সম্পদ নষ্টে বিশ্বাসী না। জাতীয় পার্টি মানুষের ভালবাসায় বিশ্বাস করে। আমাদের উদ্দেশ্যে এখন আগামী নির্বাচন।

এরশাদ বলেন, গণমাধ্যম এখন কথা বলতে পারে না। সরকার যা চাইবে, তা তাদের বলতে হবে। তাঁর সময়ে এমনটা ছিল না বলে দাবি করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র হলো ভোটের অধিকার। কথা বলার অধিকার। লেখার অধিকার। বাঁচার অধিকার। এখন বাঁচার অধিকার নেই। লেখার অধিকার হারিয়ে ফেলেছি। খবরে কাগজকে বলা হয়, “এটা লেখা যাবে না। ”

এরশাদ বলেন, তার দল ভবিষ্যতে ক্ষমতায় গেলে সাংবাদিকেরা লিখতে পারবেন। মানুষ কথা বলতে পারবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর