সাকিব-মিরাজ ১১১ বছর পর ইতিহাসের পাতায়

হাওর বার্তা ডেস্কঃ ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে ‘নিউ ইয়ার’ টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচে দুই স্পিনার দিয়ে বোলিং শুরু করেছিল প্রোটিয়ারা। রেগি শোয়ার্জ ও অব্রে ফকনার দুই দিক থেকে স্পিন আক্রমণ চালান। সে থেকে কেটেছে ১১১ বছর।

বৃহস্পতিবার একই ফর্মুলায় বোলিং করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারটি করেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওভার শুরু করেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাতেই হয়ে যায় নতুন ইতিহাস। গত ১১১ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সাকিব-মিরাজ ছাড়া আর কোনো দলই আন্তর্জাতিক ম্যাচে দুই স্পিনারে বোলিং শুরু করেনি।

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ২০ রানে হেরেছে বাংলাদেশ। ২৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে সাকিবরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর