হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শহরের কমলাপুরের নিজ বাসা থেকে তাকে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এক কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় নেতৃত্ব দেন তাবরিজ।
এরপর ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অসিম মন্ডল বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, মামলার অন্যতম আসামি বেনজির আহমেদ তাবরিজকে রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।