হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে মিলছে ইলিশ। স্থানীয় জেলে ও তিসতা পাড়ের লোকজনের জালে ধরা পড়ছে এই ইলিশ।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় বাজারে কয়েক দিন ধরে তিস্তা নদীর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।
ওই এলাকার জেলেরা জানান, ৫-৭ দিন ধরে তিস্তা নদীতে অন্য মাছের সাথে ইলিশ মাছও জালে উঠছে। প্রায় ৪০-৪৫ বছর পর হঠাৎ করে তিস্তা নদীতে ইলিশ মাছ পাওয়ায় লোকজন জেলেদের কাছ থেকে তা কিনে নিচ্ছে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, শুনেছি স্বাধীনতার আগে তিস্তা নদীতে ইলিশ মাছ পাওয়া যেতো। দীর্ঘ দিন পর কয়েক দিন ধরে তিস্তায় জেলেদের জালে ৪-৫ টা করে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। জেলেরা ৫ শত থেকে ৬’শত টাকা দরে তা বিক্রি করছে।
এ দিকে তিস্তায় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এমন খবরে লোকজন তিস্তা পাড়ে জাল নিয়ে ভীড় করছেন।
হাতীবান্ধা উপজেলা মৎস্য কর্মকর্তা আগুরী বেগম জানান, এ ইলিশ মাছ গোয়ালন্দ নদী থেকে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদ হয়ে তিস্তা নদীতে আসছে। ফলে তিস্তা নদীতে ইলিশ মাছ পাওয়া যেতে পারে।