হাওর বার্তা ডেস্কঃ শুল্ক ফাঁকির একটি মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকাল তিনটায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
এর আগে আজ দুপুরে আপন জুয়েলার্সের মালিক তিন ভাই গুলজার আহমেদ, আজাদ আহমেদ ও দিলদার আহমেদ সেলিম আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের ওই আবেদন জমা দেন।
এর মধ্যে উত্তরা পূর্ব থানায় করা একটি মামলার শুনানি শেষে বিচারক দিলদার আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন বাকি চার মামলার শুনানি চলছে।