আবেদনপত্রে ভুল থাকায় ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ৪১৯ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এসব প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসতেও নিষেধ করা হয়েছে।
বিপিএসসি ফরম-২ জমা না দেওয়ায় ৩৮৩ জন, ডাকে আবেদন পাঠানোয় পাঁচজন, ফি জমা না দেওয়ায় একজন, পুরাতন ফরম জমা দেওয়ায় তিনজন, ফরমে স্বাক্ষর না করায় ২০ জন, বিজ্ঞাপনের শর্ত না মানায় দুইজন, জন্ম তারিখ ভুল থাকায় চারজন এবং আবেদনপত্র দেরিতে জমা দেওয়ায় একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হবে।
৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০,৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন, এরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।