হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সপ্তাহ দুয়েক পর উত্তর আমেরিকার দুটি দেশে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। পরের সপ্তাহে মুক্তি পাবে মধ্যপ্রাচ্যে। সংশ্লিষ্টরা জানান, সিনেমাটি সেখানকার প্রবাসী দর্শকদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে। অনেকেই ইতোমধ্যে অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন। এ নিয়ে ‘ঢাকা অ্যাটাক’-এর ফেসবুক পেজে লেখা হয়, “বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’-এর অবিশ্বাস্য সাফল্যের পর আজ থেকে শুরু হচ্ছে সিনেমাটির বিশ্বযাত্রা। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় চলচ্চিত্রটি আজ মুক্তি পাচ্ছে কানাডা ও আমেরিকায়। ২৭ তারিখ মুক্তি পাবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে—আরব আমিরাত, ওমান ও কাতারে। আমরা বিশ্বাস করি, সবখানেই ‘ঢাকা অ্যাটাক’ দেখতে নামবে মানুষের ঢল। বাংলাদেশি পুলিশের সক্ষমতা, বাংলাদেশি সিনেমার সামর্থ্য দেখতে কেনই বা হবে না তা?
এখন পর্যন্ত যতদূর খবর, সবগুলো সিনেমাহলেই প্রথম ৫ দিনের টিকেট বিক্রি হয়ে যাচ্ছে দ্রুত। কানাডার টরন্টো, মিসিসাগা, ক্যালগেরি, উইনিপেগ এবং আমেরিকার নিউইয়র্ক সিটি ও ডালাসে বসবাসরত সবাই তাই দ্রুত টিকেট সংগ্রহ করে ফেলুন, না হলে পরে পছন্দের সময়ে টিকেট নাও পেতে পারেন।” দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, আলমগীর, আফজাল হোসেন, সৈয়দ হাসান ইমাম, শিপন মিত্র। খলচরিত্রে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি তাসকিন রহমান। ছবিটির মূল ভাবনা ও কাহিনী রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।
সংবাদ শিরোনাম
ঢাকা অ্যাটাক’-এর বিশ্বযাত্রা শুরু
- Reporter Name
- আপডেট টাইম : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭
- ২৭২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ