হাওর বার্তা ডেস্কঃ প্রবাসের মাটিতে বাংলাদেশের সন্মান যাতে বিনষ্ট না হয় এবং দেশের সুনাম অর্জন করতে সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহ্।
সোমবার (১৬ অক্টোবর) সৌদির রিয়াদে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি নেতা, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
যে সমস্ত প্রবাসীরা দেশের সন্মান হানিকর কাজে লিপ্ত রয়েছেন তাদের তা পরিহার ও সৌদি সরকারের আইন মেনে চলার জন্য অনুরোধও জানিয়ে তিনি বলেন, যারা আইন মানবেন না তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে দূতাবাস বাদ্য হবেন।
রিয়াদ দূতাবাস কার্যালয় প্রধান ডক্টর মোঃ ফরিদ উদ্দিন এর সঞ্চালনায়, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের উপ-কমিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, শ্রম কাউন্সেলর সারোয়ার আলম, প্রেস সচিব মোঃ ফখ্রুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা।