ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জয়জয়কার আরিফিন শুভর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক আরিফিন শুভ চলচ্চিত্র ক্যারিয়ারের সাফল্যের অন্যতম সময় পার করছেন। এর আগে তার মুক্তিপ্রাপ্ত কোনো চলচ্চিত্র এতটা আলোচনায় আসেনি, এত ব্যবসা সফলও হয়নি, যা ঘটেছে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রটি মুক্তির পর।
গেল ৬ অক্টোবর শুভ অভিনীত এ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে সারাদেশের ১২২টি সিনেমা হলে। রাজধানীসহ দেশের বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা, মফস্বলে শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ দর্শকের কাছে পৌঁছে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ‘ঢাকা অ্যাটাক’ টিম।
চলচ্চিত্রটি মুক্তির ঠিক তিন দিন পরই আরিফিন শুভ আলমগীরের নির্দেশনায় ‘একটি সিনেমার গল্প’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু করেন। যে কারণে ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রচারণায় কিংবা দর্শকের সঙ্গে হলে বসে সিনেমা উপভোগেরও সময় পাচ্ছেন না তিনি।
তারপরও সিনেমাটির শুটিংয়ের ফাঁকে শুভ চেষ্টা করছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির বিভিন্ন প্রচারণায় অংশ নিতে। মুক্তির প্রথম দিন থেকেই ‘ঢাকা অ্যাটাক’ দর্শকের কাছে ছিল ব্যাপক আলোচনায়। সে আলোচনার ধারাবাহিকতার কারণেই এর দর্শকপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে আরিফিন শুভও থাকছেন চলচ্চিত্রটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায়। চলচ্চিত্রপাড়া, সিনেমাপ্রেমী দর্শক, ফেসবুক, দেশের বাইরের বাংলাদেশী প্রবাসীদের মধ্যেও আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্র নিয়েই চলছে আলোচনা। ভালো চলচ্চিত্র হলে দর্শক যে তা দেখেন, তা-ই প্রমাণ করেছে ‘ঢাকা অ্যাটাক’।
চলচ্চিত্রটির সাফল্য এবং নিজের সফলতা নিয়ে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘একজন শিল্পী তখনই কাজ করে, যখন তাকে কাজ করার জায়গা দেয়া হয়। এ চলচ্চিত্রের পরিচালক দীপন দা আমাকে নিয়ে ভেবেছিলেন। সে জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমি এ চলচ্চিত্রের মেইন হিরো গল্পকার সানী সানোয়ার ভাইয়ের কাছে। চারদিকে চলচ্চিত্রটি নিয়ে এত আলোড়নের মূল কারণ কিন্তু সানী সানোয়ার।
যখন শিডিউল নিয়ে সমস্যা হচ্ছিল, বাজেট নিয়ে সমস্যা হচ্ছিল, তখন সানী সানোয়ার ভাই পাশে দাঁড়িয়েছেন ছায়া হয়ে। কৃতজ্ঞ আমি পুরো টিমের কাছে। আমি সত্যিই অভিভূত দর্শকের ভালোবাসায়। এটাই প্রমাণিত হলো যে, ভালো গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হলে দর্শক তা দেখেন। এটা মনপুরা, ছুঁয়ে দিলে মন, আয়নাবাজির ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। তেমনই প্রমাণিত হলো ঢাকা অ্যাটাকের ক্ষেত্রেও।’
আরিফিন শুভ সবসময়ই গল্পের প্রতি প্রাধান্য দিয়ে থাকেন। তার আগের সফল চলচ্চিত্রগুলোই তার প্রমাণ। গল্পে নতুনত্ব এবং ভিন্নতা না থাকলে, তার ভালো না লাগলে তিনি সে চলচ্চিত্রে কাজ করেন না। এদিকে আরিফিন শুভ আজ ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিংয়ে বান্দরবান যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জয়জয়কার আরিফিন শুভর

আপডেট টাইম : ০৪:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক আরিফিন শুভ চলচ্চিত্র ক্যারিয়ারের সাফল্যের অন্যতম সময় পার করছেন। এর আগে তার মুক্তিপ্রাপ্ত কোনো চলচ্চিত্র এতটা আলোচনায় আসেনি, এত ব্যবসা সফলও হয়নি, যা ঘটেছে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রটি মুক্তির পর।
গেল ৬ অক্টোবর শুভ অভিনীত এ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে সারাদেশের ১২২টি সিনেমা হলে। রাজধানীসহ দেশের বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা, মফস্বলে শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ দর্শকের কাছে পৌঁছে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ‘ঢাকা অ্যাটাক’ টিম।
চলচ্চিত্রটি মুক্তির ঠিক তিন দিন পরই আরিফিন শুভ আলমগীরের নির্দেশনায় ‘একটি সিনেমার গল্প’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু করেন। যে কারণে ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রচারণায় কিংবা দর্শকের সঙ্গে হলে বসে সিনেমা উপভোগেরও সময় পাচ্ছেন না তিনি।
তারপরও সিনেমাটির শুটিংয়ের ফাঁকে শুভ চেষ্টা করছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির বিভিন্ন প্রচারণায় অংশ নিতে। মুক্তির প্রথম দিন থেকেই ‘ঢাকা অ্যাটাক’ দর্শকের কাছে ছিল ব্যাপক আলোচনায়। সে আলোচনার ধারাবাহিকতার কারণেই এর দর্শকপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে আরিফিন শুভও থাকছেন চলচ্চিত্রটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায়। চলচ্চিত্রপাড়া, সিনেমাপ্রেমী দর্শক, ফেসবুক, দেশের বাইরের বাংলাদেশী প্রবাসীদের মধ্যেও আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্র নিয়েই চলছে আলোচনা। ভালো চলচ্চিত্র হলে দর্শক যে তা দেখেন, তা-ই প্রমাণ করেছে ‘ঢাকা অ্যাটাক’।
চলচ্চিত্রটির সাফল্য এবং নিজের সফলতা নিয়ে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘একজন শিল্পী তখনই কাজ করে, যখন তাকে কাজ করার জায়গা দেয়া হয়। এ চলচ্চিত্রের পরিচালক দীপন দা আমাকে নিয়ে ভেবেছিলেন। সে জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমি এ চলচ্চিত্রের মেইন হিরো গল্পকার সানী সানোয়ার ভাইয়ের কাছে। চারদিকে চলচ্চিত্রটি নিয়ে এত আলোড়নের মূল কারণ কিন্তু সানী সানোয়ার।
যখন শিডিউল নিয়ে সমস্যা হচ্ছিল, বাজেট নিয়ে সমস্যা হচ্ছিল, তখন সানী সানোয়ার ভাই পাশে দাঁড়িয়েছেন ছায়া হয়ে। কৃতজ্ঞ আমি পুরো টিমের কাছে। আমি সত্যিই অভিভূত দর্শকের ভালোবাসায়। এটাই প্রমাণিত হলো যে, ভালো গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হলে দর্শক তা দেখেন। এটা মনপুরা, ছুঁয়ে দিলে মন, আয়নাবাজির ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। তেমনই প্রমাণিত হলো ঢাকা অ্যাটাকের ক্ষেত্রেও।’
আরিফিন শুভ সবসময়ই গল্পের প্রতি প্রাধান্য দিয়ে থাকেন। তার আগের সফল চলচ্চিত্রগুলোই তার প্রমাণ। গল্পে নতুনত্ব এবং ভিন্নতা না থাকলে, তার ভালো না লাগলে তিনি সে চলচ্চিত্রে কাজ করেন না। এদিকে আরিফিন শুভ আজ ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিংয়ে বান্দরবান যাবেন।