হাওর বার্তা ডেস্কঃ বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’ মুক্তি পাবে ২৭ অক্টোবর। ছবিটি মুক্তির আগেই নতুন ছবি নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার সকালে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ফারুকী এ ঘোষণা দেন।
ফারুকী লিখেছেন, ‘চলার নামই জীবন। আমি সবসময় বলি একটা কাজ শেষ হয়ে গেলে, আমি আর পিছে তাকাই না। পুরনো প্রেমিকার মতো সে পড়ে থাকে তার পৃথিবীতে, আর আমি নামি নতুন গ্রহের খোঁজে। অতি নিভৃতে যে প্রস্তুতি চলছিলো, এবার তা সামনে আসলো।
আমার পরের ছবির “স্যাটারডে আফটারনুন” ওরফে “শনিবার বিকেল” শ্যুটিং ফ্লোরে যাবে ডিসেম্বরে। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কোলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল থাকছে প্রযোজকের দায়িত্বে।
আমি খুবই আনন্দিত জার্মান প্রযোজক আনা কাচকোকে আমাদের সাথে কো-প্রডিউসার হিসাবে পেয়ে। এর আগে তার প্রযোজিত দুটি ছবি বার্লিন এবং ভেনিসে ছিলো। একটা বার্লিনে পুরস্কারও জিতেছিলো।
আরো আনন্দিত সিনেমাটোগ্রাফার হিসাবে আজিজ জাম্বাকিয়েভকে পেয়ে। মাত্র ছাব্বিশ বছর বয়সে বার্লিনে সিনেমাটোগ্রাফির জন্য সিলভার বিয়ার জিতেছে সে। রিয়াল ট্যালেন্ট।
অভিনেতা-অভিনেত্রী নির্বাচন চলছে। অস্কার নমিনেটেড এবং অ্যাপসা জয়ী “ওমার” আমার অনেক পছন্দের ছবি। এই ছবির তারেক চরিত্রে অভিনয় করা প্যালেস্টাইন অভিনেতা ইয়াদ হুরানি আমার পছন্দের অভিনেতা। তিশা তো আমার সবচেয়ে বড় নির্ভর করার মতো অভিনয় শিল্পী। যাকে নিলে আমার কোনো দুশ্চিন্তাই করতে হয়না অভিনয় নিয়ে। যেহেতু ভ্যারাইটি বলছে এরা দুইজন থাকবে, যা রটে তার কিছু তো বটবেই।
কিন্তু প্রধান চরিত্র আরো অনেক বাকী আছে। শীঘ্রই সব জানা যাবে।
আপাতত “ডুব” ওরফে “নো বেড অফ রোজেজ” দেখার জন্য তৈরি হই চলেন।
এন্ড উইশ মি লাক ফর দ্য জার্নি এহেড।