ওলামা লীগ সভাপতির উপর হামলা, মুজাহিদ রিমান্ডে

আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক মোহাম্মদ মুজাহিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার মুজাহিদকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)পরিদর্শক আলম মিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তসরুজ্জামান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বের হলে দক্ষিণ গেটে ইলিয়াস বিন হেলালীর গলায় ছুরিকাঘাত করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মুজাহিদকে আটক করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, মুজাহিদ রাজধানীর হাজারীবাগের বায়তুল রসুল মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র। সেখানে থেকে তিনি পড়ালেখা করেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর