হাওর বার্তা ডেস্কঃ বছরের শুরুটা মন্দা দিয়ে শুরু হয়েছিল তাইওয়ানের হ্যান্ডসেট নির্মার্তা প্রতিষ্ঠান এইচটিসির। বছরের মাঝামাঝিতে এসে সেটা আরও প্রকট আকার ধারণ করে। তখন গুজব ওঠে রুগ্ন এই প্রতিষ্ঠানটিকে কিনে নিচ্ছে গুগল। কিন্তু সেই খবরের সত্যতা মেলেনি। আশা কথা হচ্ছে মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে এইচসিটিসি। লাভের মুখ দেখতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে জানা যায়, সেপ্টেম্বর মাসে এইচটিসি হ্যান্ডসেট বিক্রি করে দ্বিগুণ মুনাফা অর্জন করেছে।
সম্প্রতি এইচটিসি সেপ্টেম্বর মাসের কনসলিডেটেড রেভিনিউ প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ওই মাসে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ২১৫ মিলিয়ন মার্কিন ডলার। যা সেপ্টেম্বর মাসের দ্বিগুণ।
সম্প্রতি গুগল তাদের সর্বাধুনিক ফোন পিক্সেল ২ বাজারে অবমুক্ত করেছে। এই ফোনটি তৈরি করেছে এইচটিসি।
বাজার ধরতে এইচটিসি এই বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি ফ্লাগশিপ ডিভাইস ছাড়ছে। এর মধ্যে একটি হলো ইউ ১১ প্লাস। এটি হবে মিনিমাল বেজেলের ফোন। যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
ফোন ছাড়াও এইচটিসির ভাইভ ভিআর হেডসেট বাজারে রয়েছে। যদিও এটি বাজারে তেমন সাড়া ফেলতে পারেনি।