দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে । আর এসকল ব্যবহারকারীর একটি বড় অংশই অনলাইনে খবর পড়ার ক্ষেত্রে গুগল নিউজ ব্যবহার করে থাকে। আর তাই বিভিন্ন ভাষাভাষী এ সকল ব্যবহারকারীর কথা মাথায় রেখে গুগল নিউজে যুক্ত হচ্ছে বাংলা ভাষাসহ আরও সাতটি ভাষা।
কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ সকল ভাষায় খবর পড়া যাবে বলে গুগল নিউজ ব্লগে জানানো হয়েছে। নতুন যুক্ত হওয়া ভাষাগুলোর মধ্যে বাংলা ছাড়াও রয়েছে বাহাসা ইন্দোনেশিয়া, বুলগেরিয়ান, লাটভিয়ান, লিথুয়ানিয়ান, রোমানিয়ান এবং থাই। নতুন এই ভাষাগুলো যুক্ত করার ফলে আরও প্রায় ২৬ কোটি মানুষ এখানে নিজের ভাষায় খবর পড়তে সক্ষম হবে।
বর্তমানে ৪৫ দেশের ২৮টি ভাষা সমর্থন করে গুগল নিউজ। শীঘ্রই আরও নতুন নতুন ভাষা যুক্ত করা হবে বলেও জানিয়েছে গুগল।