হাওর বার্তা ডেস্কঃ বিএনপি প্রধান বিচারপতির ছুটির বিষয়টি নিয়ে বিভিন্ন চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো অবৈধ দখলের হাত থেকে মুক্ত করার দাবিতে জাসদ দক্ষিণ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া নিজে নিজের দুর্নীতির শিকার হয়েছেন।
তিনি বলেন, একটি দেশের প্রধান বিচারপতি হলেন সর্বক্ষমতার অধিকারী। যে দেশের প্রধান বিচারপতি সর্বক্ষমতার অধিকারী, কি করে সেই প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয় সেটা আমার বোধগাম্য নয়।
তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির নেতারা বলছেন প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে। আসলে দেশের বড় শত্রু বিএনপি নেতারাই।