হাওর বার্তা ডেস্কঃ সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত জামালপুর-৪ আসনটি। এ আসনে যে দলের প্রার্থী জয়ী হন, সেই দল গঠন করে সরকার। সে কারণে আসনটি দখলে রাখতে বড় দুই দলই আটঘাট বেঁধে মাঠে নেমেছে। এ আসনে স্বাধীনতার পর তিনবার আওয়ামী লীগ, তিনবার বিএনপি, একবার কমিউনিস্ট পার্টি ও একবার জাতীয় পার্টি জয়ী হয়েছে। বর্তমানে এ আসনে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা দাবড়ে বেড়াচ্ছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ জোয়ার্দার। ওই নির্বাচনে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নূরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানের রেশারেশির কারণে ভাগ্য খুলে যায় জাতীয় পার্টির প্রার্থীর। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্য। এ আসনে জাতীয় পার্টির অনেক সমর্থক ও ভোটার রয়েছেন। নবম সংসদে জামালপুর-৪ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মুরাদ হাসান। তিনিও এবার দলীয় মনোনয়ন পেতে মাঠে কাজ করছেন ও কেন্দ্রে লবিং চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান বলেন, আমি এমপি থাকাকালে এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে এবারও দলের মনোনয়ন চাইব। রাজধানীর তেজগাঁও (মহানগর উত্তর) থানা আওয়ামী লীগের সভাপতি, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ দলীয় মনোনয়ন প্রাপ্তির লড়াইয়ে এবার তার শক্ত প্রতিদ্বন্দ্বী। বর্তমানে এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যারা বেশি বেশি ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম অধ্যক্ষ আব্দুর রশিদ। মনোনয়ন প্রসঙ্গে শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, তার ওপর অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়গুলো জানেন। এসব কারণে এবার দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে নিজেকে উপযুক্ত মনে করেন তিনি। একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল লোক হিসেবে এ আসনে তিনি মনোনয়ন পেলে আসনটি আবারও আওয়ামী লীগের দখলে আসবে বলে তার সমর্থকরা মনে করেন। তিনি একই সঙ্গে মহানগর আওয়ামী লীগ ও সরিষাবাড়ী আওয়ামী লীগকে সংগঠিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। চাকরি সূত্রে ঢাকায় থাকার কারণে তিনি সরিষাবাড়ী এলাকার মানুষের চাকরির ব্যবস্থা করতে ও বিভিন্ন সমস্যা সমাধানে কখনও পিছপা হননি। আর এ কারণে এ আসনের দশটি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী তার সমর্থনে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া দলের আরেক প্রার্থী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। তিনিও দলীয় মনোনয়ন পেতে সভা-সমাবেশ ও দৌড়-ঝাপের মধ্যে রয়েছেন। অপরদিকে দীর্ঘদিন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগকে আলোকিত করে রেখেছিলেন সাবেক এমপি আব্দুল মালেক। তার পুত্র প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নামও শোনা যাচ্ছে। তিনিও দলীয় মনোনয়ন প্রত্যাশী। প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পরিবার সূত্রে জানা যায়, তার শ্যালক গাইবান্ধা আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এমপিত্ব করার মতো তার পরিবারে আর কেউ নেই। তাই তার শ্বশুর পরিবারের দাবি, সরিষাবাড়ী আসনে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে মনোনয়ন দেয়া হোক- এ প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এছাড়া ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে এসে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মাওলানা নূরুল ইসলামও মনোনয়ন চাইতে পারেন বলেন গুঞ্জন চলছে।
এ আসনে বিএনপির প্রার্থী বর্তমান সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম একক প্রার্থী হওয়ায় মনোনয়নের বিষয়টি এক প্রকার চূড়ান্ত। তিনি উপজেলা বিএনপির পাশাপাশি জেলা বিএনপিকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাছাড়া জামালপুর জেলার সবচেয়ে বেশি সংঘাতময় আসন হলো এটি। তাই এই আসনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম করা কঠিন হলেও তিনি কখনও পিছপা হননি। এ আসনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন অনেকে। সম্ভাব্য প্রার্থীদের প্রায় সবাই ইতিমধ্যেই নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে গিয়ে দান ও সহযোগিতার নামে অর্থ দিয়ে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতার কথা। তাছাড়া বন্যাকবলিত এলাকা হওয়ার কারণে প্রায় প্রতিদিনই প্রার্থী ও তার সমর্থকরা ব্যানার-ফেস্টুন ও ত্রাণসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন দুর্গত এলাকায়। প্রায় সব প্রার্থীই রাস্তার মোড়ে ডিজিটাল ব্যানার টানিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
সংবাদ শিরোনাম
বিএনপিতে একক, আওয়ামী লীগে একাধিক প্রার্থী
- Reporter Name
- আপডেট টাইম : ১১:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
- ২৩৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ