হাওর বার্তা ডেস্কঃ শায়েস্তাগঞ্জে কাঁচা মরিচের কেজি ২৫০ টাকা বিক্রি হচ্ছে। দাম বেড়েছে অন্যান্য সবজিরও। সাধারণ মানুষ পড়েছে বিপাকে। চাউলের দাম বাড়ার সাথে সাথে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের লোকেরা দিশেহারা।
শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার, আলীগঞ্জ বাজার ও পুরান বাজারে খুচরা বিক্রেতারা কাঁচা মরিচ বিক্রি করছে ২৫০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা, আলু ২০-২৫ টাকা, বরবটি ৬০ টাকা কেজি, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, চড়া কচু প্রতি কেজি ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, লাল শাক ৫০ টাকা, জলপাই ৮০ টাকা কেজি মিষ্টি লাউ প্রতিটি ১০০-১২০ টাকা, চালকুমড়া ৬০ কেজি লাউ ৬০-৮০ টাকা, ধনিয়া পাতা ২০০ টাকা কেজি, গাজর ৬০ টাকা, মুলা ৬০ টাকা কেজি, ডেটা ৫০ টাকা, পেঁপে ৬৫ টাকা, লেবুর হালি ৪০ টাকা, লতি ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে খুচরা বিক্রেতাদের সাথে আলাপকালে জানায় বৃষ্টির কারণে এ বছর সবজি ফলন কম হওয়ায় দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে। ক্রেতাদের ধারণা বাজার মনিটরিং করলে সবজির দাম কমতে পারে।