ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকদের ভালবাসা ছাড়া শিল্পী জীবন মূল্যহীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • ২৭৩ বার

ঢালিউডের অন্যতম সেরা অভিনেত্রী শাবনূর বছরের অর্ধেক সময় দেশে থাকেন আর অর্ধেক সময় অস্ট্রেলিয়ায়। মা হওয়ার কারণে বড় একটা সময় অস্ট্রেলিয়ায় থেকে রোজার ঈদের আগে দেশে আসেন সন্তানকে নিয়ে। আছেন এখনও। তবে কোরবানির ঈদের আগেই চলে যাবেন অস্ট্রেলিয়ায়। তার ফাঁকে কয়েকদিন শুটিং করলেন বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবির। শুটিংয়ের ফাঁকে ফাঁকে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং সাংবাদিকদের সময় দিয়েছেন। কথা বলেছেন মন খুলে। এখন আগের চেয়ে অনেকটাই সামাজিক হয়েছেন শাবনূর। নিমন্ত্রণ পেলে সব অনুষ্ঠানেই যাওয়ার চেষ্টা করেন। ১৬ই আগস্ট ছিল চলচ্চিত্রের কিংবদন্তি তারকা সোহেল রানার ২৫তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে উত্তরা ক্লাবে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য এক অনুষ্ঠানের। শাবনূর এসেছিলেন সে অনুষ্ঠানে। এসেই সহজাত আড্ডায় মেতে উঠলেন। আড্ডায় উঠে এলো অনেক কথা। আলাদাভাবে কিছু কথা বললেন মানবজমিন-এর সঙ্গে। সেগুলো সাক্ষাৎকার
আকারে তুলে ধরেছেন মোহাম্মদ আওলাদ হোসেন

অস্ট্রেলিয়া যাচ্ছেন কবে?
ঈদের আগেই। রোজার ঈদ দেশে করেছি, কোরবানির ঈদটা অস্ট্রেলিয়ায় করবো। সেখানে আমার ভাইবোন, তাদের পরিবার আছে। তাদের সঙ্গেই কোরবানির ঈদটা করবো।

অনেক দিন পর শুটিং করলেন, কেমন লাগলো?
ভালই লেগেছে। কারণ ছবিটা অনেক দিন যাবৎ আটকে ছিল পরিচালকের মৃত্যুজনিত কারণে। এবার দেশে এসেই সেটা শেষ করে দিলাম। তবে এফডিসিতে অনেকদিন পর শুটিং করতে এসে অনেক আপনজনের সঙ্গে দেখা হয়েছে। আমি শুটিং করছি জেনে অনেকেই এসেছেন দেখা করতে। দেখা হয়েছে, আড্ডা মেরেছি। খুবই মজায় মজায় সময়টা কেটে গেছে।

আপনার অন্যান্য ছবির খবর কি?
মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনই তো প্রেম হয়’ ছবির কাজ শেষ। নজরুল ইসলাম খানের ‘স্বপ্নের বিদেশ’-এর কোন কাজ বাকি নেই। মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালবাসা’র শুটিং আটকে আছে প্রযোজকের মৃত্যুর কারণে। এই ছবির প্রযোজনা সংস্থা চাইলেই যেটুকু শুটিং বাকি আছে করে দেবো।

নতুন ছবির অফার কি এর মধ্যে পেয়েছেন?
বেশকিছু ছবির অফার পেয়েছি। কিন্তু গ্রহণ করতে পারিনি। দেশে এসে দাওয়াত খেতে খেতে অনেক মুটিয়ে গেছি। একটু কমিয়ে নেই, তার পরেই নতুন ছবির কাজ করবো।

কমাতে কি পারবেন?
কেন পারবো না। ইচ্ছা করলেই পারবো। আসলে আমি খুবই অলস। দেশে থাকলে দাওয়াত খাই আর ঘুমাই। অস্ট্রেলিয়ায় থাকলে এমনিতেই অনেক কমে যাই। আবার যখন আসবো তখন পুরোপুরি ফিট হয়ে আসবো।

বর্তমানে সিনেমার অবস্থা কেমন দেখলেন?
ভালই তো। ভাল সিনেমার দর্শক এখনও আছে, সেটা তো এবারের ঈদ থেকেই সবাই দেখতে পারছেন। যত্ন করে সিনেমা বানালে দর্শক অবশ্যই দেখবেন।

নতুন যারা এখন কাজ করছেন, তাদের উদ্দেশে কিছু বলবেন?
একটা কথাই বলবো, পরিশ্রম করো, অভিনয়কে ভালবাসো। আমরাও একদিন নতুন ছিলাম। কঠোর পরিশ্রম করে একটা অবস্থান তৈরি করেছি। পরিশ্রমের কোন বিকল্প নেই। নতুনদের বলবো, যাই করো, মন দিয়ে করো, ভালবেসে করো। কাজকে ভালবাসলে দর্শক তোমাদের ভালবাসবে। দর্শকদের ভালবাসা ছাড়া শিল্পী জীবন মূল্যহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দর্শকদের ভালবাসা ছাড়া শিল্পী জীবন মূল্যহীন

আপডেট টাইম : ১০:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫

ঢালিউডের অন্যতম সেরা অভিনেত্রী শাবনূর বছরের অর্ধেক সময় দেশে থাকেন আর অর্ধেক সময় অস্ট্রেলিয়ায়। মা হওয়ার কারণে বড় একটা সময় অস্ট্রেলিয়ায় থেকে রোজার ঈদের আগে দেশে আসেন সন্তানকে নিয়ে। আছেন এখনও। তবে কোরবানির ঈদের আগেই চলে যাবেন অস্ট্রেলিয়ায়। তার ফাঁকে কয়েকদিন শুটিং করলেন বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবির। শুটিংয়ের ফাঁকে ফাঁকে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং সাংবাদিকদের সময় দিয়েছেন। কথা বলেছেন মন খুলে। এখন আগের চেয়ে অনেকটাই সামাজিক হয়েছেন শাবনূর। নিমন্ত্রণ পেলে সব অনুষ্ঠানেই যাওয়ার চেষ্টা করেন। ১৬ই আগস্ট ছিল চলচ্চিত্রের কিংবদন্তি তারকা সোহেল রানার ২৫তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে উত্তরা ক্লাবে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য এক অনুষ্ঠানের। শাবনূর এসেছিলেন সে অনুষ্ঠানে। এসেই সহজাত আড্ডায় মেতে উঠলেন। আড্ডায় উঠে এলো অনেক কথা। আলাদাভাবে কিছু কথা বললেন মানবজমিন-এর সঙ্গে। সেগুলো সাক্ষাৎকার
আকারে তুলে ধরেছেন মোহাম্মদ আওলাদ হোসেন

অস্ট্রেলিয়া যাচ্ছেন কবে?
ঈদের আগেই। রোজার ঈদ দেশে করেছি, কোরবানির ঈদটা অস্ট্রেলিয়ায় করবো। সেখানে আমার ভাইবোন, তাদের পরিবার আছে। তাদের সঙ্গেই কোরবানির ঈদটা করবো।

অনেক দিন পর শুটিং করলেন, কেমন লাগলো?
ভালই লেগেছে। কারণ ছবিটা অনেক দিন যাবৎ আটকে ছিল পরিচালকের মৃত্যুজনিত কারণে। এবার দেশে এসেই সেটা শেষ করে দিলাম। তবে এফডিসিতে অনেকদিন পর শুটিং করতে এসে অনেক আপনজনের সঙ্গে দেখা হয়েছে। আমি শুটিং করছি জেনে অনেকেই এসেছেন দেখা করতে। দেখা হয়েছে, আড্ডা মেরেছি। খুবই মজায় মজায় সময়টা কেটে গেছে।

আপনার অন্যান্য ছবির খবর কি?
মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনই তো প্রেম হয়’ ছবির কাজ শেষ। নজরুল ইসলাম খানের ‘স্বপ্নের বিদেশ’-এর কোন কাজ বাকি নেই। মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালবাসা’র শুটিং আটকে আছে প্রযোজকের মৃত্যুর কারণে। এই ছবির প্রযোজনা সংস্থা চাইলেই যেটুকু শুটিং বাকি আছে করে দেবো।

নতুন ছবির অফার কি এর মধ্যে পেয়েছেন?
বেশকিছু ছবির অফার পেয়েছি। কিন্তু গ্রহণ করতে পারিনি। দেশে এসে দাওয়াত খেতে খেতে অনেক মুটিয়ে গেছি। একটু কমিয়ে নেই, তার পরেই নতুন ছবির কাজ করবো।

কমাতে কি পারবেন?
কেন পারবো না। ইচ্ছা করলেই পারবো। আসলে আমি খুবই অলস। দেশে থাকলে দাওয়াত খাই আর ঘুমাই। অস্ট্রেলিয়ায় থাকলে এমনিতেই অনেক কমে যাই। আবার যখন আসবো তখন পুরোপুরি ফিট হয়ে আসবো।

বর্তমানে সিনেমার অবস্থা কেমন দেখলেন?
ভালই তো। ভাল সিনেমার দর্শক এখনও আছে, সেটা তো এবারের ঈদ থেকেই সবাই দেখতে পারছেন। যত্ন করে সিনেমা বানালে দর্শক অবশ্যই দেখবেন।

নতুন যারা এখন কাজ করছেন, তাদের উদ্দেশে কিছু বলবেন?
একটা কথাই বলবো, পরিশ্রম করো, অভিনয়কে ভালবাসো। আমরাও একদিন নতুন ছিলাম। কঠোর পরিশ্রম করে একটা অবস্থান তৈরি করেছি। পরিশ্রমের কোন বিকল্প নেই। নতুনদের বলবো, যাই করো, মন দিয়ে করো, ভালবেসে করো। কাজকে ভালবাসলে দর্শক তোমাদের ভালবাসবে। দর্শকদের ভালবাসা ছাড়া শিল্পী জীবন মূল্যহীন।