হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জরুরি সভা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সোমবার মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাছরীন এ তথ্য নিশ্চিত করেছেন।
রোজিনা নাছরীন বলেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের অনুমতিক্রমে এই জরুরি সভার আহ্বান করা হয়েছে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।