জমকালো আয়োজনে ঢাকঢোল পিটিয়ে নতুন ফোন বাজারে আনে হুয়াওয়ে। কিন্তু এবার ‘মডেল নোভো টু আই’ নামের চারটি ক্যামেরার একটি ফোন অনেকটা নিরবেই মালয়েশিয়ার বাজারে আনলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। নীল, কালো এবং সোনালি রঙে ফোনটি পাওয়া যাবে।
জানা যায়, চারটি ক্যামেরার এই ফোনটির রিয়ারে দুইটা ও ফ্রন্টে দুইটা। নতুন এই ফোনটিতে ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৯৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x১০৮০ পিক্সেল।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের ১৬ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফির জন্য আছে ১৩ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশগান আছে।
স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯। ফোনটিতে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৬৫৯ চিপসেট এবং অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে আছে ৪ জিবি র্যাম। রম আছে ৬৪ জিবি।
ফোনটিতে ব্যাকআপের জন্য ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম ভিত্তিক ইএইউআই ৫.১ লেয়ারে চলবে।