নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী বলেছেন, সমাজের প্রত্যেক মানুষেরই কিছু সামাজিক দায়িত্ববোধ রয়েছে। বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান একটি সামাজিক কাজ। আর এ ভাল কাজ করার জন্য নবীগঞ্জর আলোকিত ব্যাচ ’৯৫ সত্যিই প্রশংসার দাবীদার। তাই এ ধরনের সামজিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোকিত ব্যাচ ’৯৫ নভীগঞ্জ সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আলোকিত ব্যাচ ’৯৫ এর সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ,নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,পৌর সভার প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম,সাধারন সম্পাদক সরওয়ার শিকদার,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ,নবীগঞ্জ জে,কে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক রথীন্দ্র লাল দে প্রমূখ।
অনুষ্টান চলাকলীন সময়ে পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী,নবীগঞ্জ পৌসভার কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী,রেখা রানী আচার্য্য,কালীয়ারভাঙ্গা ইউনিয়ন পুজা কমিটির সাধারন সম্পাদক অঞ্জন পুরকায়াস্থ প্রমূখ।
উক্ত বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবায় পুরুষ ও মহিলা মোট ১ হাজার ২ শত ৩৮ জনকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং ১ শত ৪৯ জনকে ছানীপড়া রোগী সনাক্ত করে অপারেশনের জন্য মনোনীত করা হয়। এসব অপারেশনযোগ্য রোগীকে আগামী শনিবার মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নিয়ে বিনামুল্যে অপারেশন করা হবে।