মিয়ানমার দূতাবাসে যাচ্ছে হেফাজত ইসলামের প্রতিনিধি দল

হাওর বার্তা ডেস্কঃ হেফাজত ইসলামের ঢাকা মহানগর কমিটির নায়েবে আমীর নূর হোসেন কাসেমীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে মিয়ানমার দূতাবাসে।
এর আগে হেফাজত ইসলামের পূর্বঘোষিত ‘মিয়ানমার দূতাবাস ঘেরাও’ কর্মসূচিতে বাধা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীর শান্তিনগর মোড়ে আইন-শৃঙ্খালা বাহিনীর বাধায় সেখানেই ‘বিক্ষোভ’ করছেন হেফাজতের নেতাকর্মীরা।
হেফাজতের মিছিলটি বাধা পাওয়ায় সেখান থেকেই সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর নূর হোসেন কাসেমীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে মিয়ানমার দূতাবাসে যাচ্ছে। প্রতিনিধি দলটি দূতাবাসে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও হত্যা বন্ধে প্রতিবাদ ও স্মারকলিপি দেবে।
রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে হেফাজত ইসলামের নেতাকর্মীদের মিছিল নিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তারা আমাদের অনুরোধে সম্মান দেখিয়েছেন, মিছিল নিয়ে যাবেন না। তবে তাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। এ জন্য পুলিশের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর